আবরও শুরু হবে ভাঙড় বইমেলা গতবছর ভাঙড় বইমেলা‌‌র উদ্বোধনে ছিলেন কথা-সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়

ভাঙড়: এবছর ডিসেম্বর মাসের শেষর দিকে ভাঙড়ে আবার বইমেলা করতে উদ্যোগ নিলেন ভাঙড়বাসী। প্রথম আলোচনাসভা হয়ে গেল ১২ সেপ্টেম্বর ২০১৮ বুধবার ভাঙড় লাইব্রেরীতে।

ভাঙড় বইমেলা কমিটি ও স্থানীয় নাগরিক সমাজের উদ্যোগে আবারও ভাঙড় বইমেলা এবছর শুরু হবে ভাঙড় হাইস্কুল মাঠে। এই সিদ্ধান্ত নিয়েছে বইমেলা কমিটি।

বুধবার প্রথম প্রস্তুতি মিটিং সফল করতে উপস্থিত ছিলেন বইমেলা কমিটির আহ্বায়ক তথা ভাঙড় ১ নং ব্লকের বিডিও সৌগত পাত্র, ভাঙড় থানার আধিকারিক অশোকতরু মুখার্জি, শিস্ সমাজসেবী সস্থার ডিরেক্টর এম এ ওহাব সহ বইমেলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিন মিটিংয়ে বিডিও সাহেব সৌগত পাত্র বললেন, “এবছরে আমাদের ভাঙড় বইমেলা আরও সুন্দর করে করতে হবে। তার জন্য এখন থেকেই সকলকেই উদ্যোগ নিয়ে কাজে ঝাপিয়ে পড়তে হবে।”

ভাঙড় এলাকার সমস্ত রাস্তার হাল চরম ভাবেই খারাপ অবস্থায়। ভাঙড় এলাকার সমস্ত রাস্তার মেরামত করতে ও এই সমস্যার প্রতিকার করতে সরকার ও আধিকারিকরা উদ্যোগ নিলে বইমেলার সময় মানুষের ভিড় চোখে পড়বে।

গত বছর ২৫ ফেব্রুয়ারি, ২০১৮ রবিবার ভাঙড় বইমেলর উদ্বোধন করেছিলেন কথা-সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, সাংসদ ও কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান, কাইজার আহমেদ, জাহাঙ্গীর আলম, নান্নু হোসেন, ভাঙড় থানার ওসি অশোকতরু মুখোপাধ্যায়, বিডিও তথা বইমেলা কমিটির আহ্বায়ক সৌগত পাত্র সহ এলাকার বিশিষ্ট অতিথিবৃন্দ ও ব্যক্তিত্বরা।

ভাঙড় মহাবিদ্যালয়ের মাঠে ২৫ ফেব্রুয়ারি শুরু হয়ে বইমেলা চলেছিল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ২ থেকে রাত্রি ৮ টা পর্যন্ত চলেছিল ভাঙড় বইমেলা।
ভাঙড় বইমেলার মূল মঞ্চে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি চলেছিল আলোচনাসভা। অংশ নিয়েছিলেন কবি, সাহিত্যিক ও গবেষকবৃন্দ। বইপ্রেমীদের জন্য মহা আয়োজন করেছিলেন বইমেলা কমিটির সকল সদস্যরা।

admin

Share
Published by
admin

Recent Posts

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ: মন্তব্য করলেন চন্দ্রিমা ভট্টাচার্য

রাজভবনের এক কর্মীর অভিযোগ হেয়ার স্ট্রিট থানায় রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। রাজভবনে অস্থায়ী কর্মী হিসেবে…

5 hours ago

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে নিজে রক্তদান করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব

সামাজিক বার্তা, পরিবেশ বার্তা। নিজের মনোনয়নপত্র জমা দেওয়ার আগে নিজে রক্তদান করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী…

5 hours ago

কুণাল ঘোষকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দিল রাজনীতির অবসান বা শুরু?

রাজনীতির সময়ে অনেক সময় আসে যখন সাধারণভাবে একজন রাজনৈতিক কর্মীর কাছে এক পদ দিয়ে দেওয়া…

2 days ago

রজনীকান্ত এবার সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে সব রেকর্ড ভেঙে দিলেন

তিনি ভারতীয় তামিল চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্ত। শুধু তামিল ভাষাতেই হিন্দি, তেলেগু, কন্নড় ও ইংরেজি ভাষার…

2 days ago

নির্মাতা অনিরুদ্ধ’র আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জয়া

কলকাতার নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘কড়ক সিং’ নামের হিন্দি ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে বাংলাদেশী…

2 days ago

বলিউড ডিভা শিল্পা শেঠির সম্পত্তির সম্পত্তি বাজেয়াপ্তি: সন্তানসহ মুম্বাই ছেড়ে প্রত্যাবর্তন

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা তার আর্থিক মুদ্রার এক ধারালো নিয়ে সম্পত্তি বাজেয়াপ্তি…

2 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: