লালগড়ে ফের হাতির পাল ,ঘুম ছুটেছে গ্রামবাসীদের


বৃহস্পতিবার,১৩/০৯/২০১৮
362

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম:- ফের হাতির দল লালগড় এলাকায় প্রবেশ করায় ফসল ক্ষতির আশঙ্কা করছেন বাসিন্দারা। এদিকে  হাতির দলওলালগড় ছেড়ে যেতে চাইছে না কিছুতেই। তাই যত বারেই তাড়িয়ে দেওয়া হচ্ছে দিন কয়েক পরে আবার ফিরে চলে আসছে।হাতি গুলিকে কোনোমতে দলমাতে ফিরিয়ে দিতে পারছে না বনদফতর। বারে বারে হাতি তাড়িয়ে একেবারে ল্যাজেগোবরে অবস্থা বনদফতরের কর্মীদের। বুধবার রাতে প্রায় ১০০ টি হাতির একটি দল লালগড় এলাকায় এসে পৌছায়। দলমার এই দলটি পশ্চিম মেদিনীপুরের চাঁদড়ার দিক থেকে লালগড় রেঞ্জে প্রবেশ করেছে বলে বনদফতর সুত্রে জানা গিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতি বছর হাতির সংখ্যা বেড়েই চলেছে লালগড় এলাকায়। যার ফলে ধান, সব্জি, সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি করছে হাতির দল।এভাবে ক্ষতি করতে থাকলে চাষ করতে  সমস্যারসন্মুখীন হতে হচ্ছে চাষীদের। কৃষকদের আরও অভিযোগ হাতির দল বারে বারে ফসল নষ্ট করার ফলে চাষে যে পরিমান টাকা বিনিয়োগ করছি তা উঠছে না৷ এভাবে চলতে থাকলে এক সময় ছেলে মেয়েদের নিয়ে পথে বসতে হবে বলে আশঙ্কা করছেন ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট