কেরলের বন্যাত্রানে টিফিনের টাকা বাঁচিয়ে অনুদান নওদা উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের


বৃহস্পতিবার,১৩/০৯/২০১৮
1242

বাংলা এক্সপ্রেস---

কেরালার ভয়াবহ বন্যা কারো কেড়েছে প্রাণ, কারো কেড়েছে মাথার ছাদ, কারো বা শেষ সম্বলটুকু। তাদের দুঃখ, কষ্ট কাঁদিয়েছে ওদেরও। তাই নওদা উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা স্বতঃপ্রণোদিত হয়ে বন্যার্তদের সাহায্যার্থে গড়ে তুলেছিল ত্রাণ তহবিল। গত এক সপ্তাহ ধরে টিফিনের টাকা বাঁচিয়ে এভাবেই সংগ্রহ করেছে ১৩২০০ টাকা। আজ সেই টাকা কেরালার মুখ্যমন্ত্রী ডিস্ট্রেস রিলিফ ফান্ডে পাঠানোর জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে তুলে দিলেন। প্রধান শিক্ষক মহঃ আব্দুর রশিদ মন্ডল ছাত্র ছাত্রীদের এই উদ্যোগকে অত্যন্ত সাধুবাদ জানান। তিনি জানান পূজা, উসমাতারা, রফিকুল, কামারুল, মন্দিরাদের এই ক্ষুদ্র অথচ মহৎ প্রয়াস আগামীতে তাদের আরো বড় কাজে উৎসাহ যোগাবে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট