আজ ভোর 5 টা নাগাদ হাওড়া কোনা এক্সপ্রেসের উপরে দাড়িয়া থাকা একটি লরি কে পেছন দিক দিয়ে আসা একটি লরি ধাক্কা মারে এরপর সামনে দাঁড়িয়ে থাকা লরি টি আরেকটি সামনের গাড়িকে ধাক্কা মারে। এই ঘটনায় দুই জন লরি চালককে আহত অবস্তায় হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর ফলে সকালের দিকে বেশ কিছুক্ষন যানবাহন ব্যাহত হয়, কোনাএক্সপ্রেসে।