কলকাতা: মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় PWD দায় এড়াতে পারে না। শুক্রবার সাংবাদিক সম্মেলনর এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি জানান, মাঝেরহাট ব্রিজ সম্পূর্ণ নতুন করে তৈরী করা হবে। এজন্য সময়সীমাও বেঁধে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক বছরের মধ্যে নতুন করে এই ব্রিজ নির্মান করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, PWD – র রক্ষনাবেক্ষনে গাফিলতি ছিল। ফাইল চালাচালিততে সময় নষ্ট হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এজন্য অফিসারদের দিকেই আঙুল মুখ্যমন্ত্রীর। মেট্রো রেলের নির্মান কাজে যে কম্পন হয়েছে সেটিও কারন হতে পারে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় PWD দায় এড়াতে পারে না: মুখ্যমন্ত্রী
শুক্রবার,১৪/০৯/২০১৮
483

বাংলা এক্সপ্রেস---
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: