পুজোর আগে বেতন কমনোর প্রতিবাদে কাজ বয়কট করল এস আই এস এর কর্মিরা


শুক্রবার,১৪/০৯/২০১৮
4362

বাংলা এক্সপ্রেস---

এই মুহুর্তে সব থেকে বড় খবর সল্টলেকে TCS কোম্পানিতে সিকিউরিটি এম্পলয়িরা আজ কাজ বয়কট করেছে।শুধু তাই নয় এই মুহুর্তে উত্তেজনা ছড়িয়ে পড়েছে টি সি এস বিল্ডিং এ। এর ফলে কর্মরত এম্পলয়িরা সমস্যা পড়েছেন। বলা জেতে পারে টি সি এস অন্দরমহলে এই মুহুর্তে উত্তেজনা রয়েছে।এস আই এস এর এম্পলয়িদের দাবি তাদের বেতন কমানোর কথা বলা হয়েছে। এছাড়া তারা নিত্যদিন হয়রানির স্বীকার। শুধু তাই নয় তাদের বিভিন্ন সুজোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। পুজোর আগে তারা এই অত্যাচার এর স্বীকার। সল্টলেক এর ইকোস্পেস, গীতাঞ্জলি এই সব বিল্ডিং এর সিকিউরিটি গন আজ তাই কাজ বয়কট করেছেন।তাদের একটাই আর্জি তাদের দাবি গুলি মেনে নেওয়া।আর পুজার আগে এমন অবস্থার সন্মুখীন হতে হবে ভাবতে পারেনি অনেকেই।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট