বিবাহবহির্ভুত সম্পর্কের জেরে স্বামী খুন


শনিবার,১৫/০৯/২০১৮
597

সুমন করাতি---

হুগলী: ফের বিবাহবহির্ভুত সম্পর্কের জেরে স্বামী খুন। গতকাল ভোর রাতে ফ্ল্যাটে ঢুকে সুবোধ হাজরা নামে এক ব্যাক্তিকে খুনের ঘটনায় চাঞ্চল্য ছরাল,হিন্দমোটরের বিবিস্ট্রিটে সুবোধ হাজরাকে ফ্ল্যাটে ঢুকে গলা কেটে খুন করা হয়। মৃতের স্ত্রী গৌরী হাজরার সঙ্গে বিজয় সিং নামে প্রতিবেশি এক যুবকের বিবাহ বর্হিভূত সম্পর্ক ছিল।তার জেরেই এই ঘটনা বলে অনুমান স্থানিয় বাসিন্দা থেকে পুলিশ প্রশাসনের।উত্তরপাড়া থানার পুলিশ মৃতদেত উদ্ধার করেছে।অভিযুক্ত বিজয় সিংকে গ্রেফতার করেছে।মৃতের স্ত্রী কেও গ্রেফতার করেছে পুলিশ।

https://youtu.be/g4r1oVyRdVg

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট