পশ্চিম মেদিনীপুর:- লক্ষ্য গ্রামের মহিলাদের স্বনির্ভর হিসাবে গড়ে তোলা। আর সেই লক্ষ্য সফল করতে বেশ খানিকটা এগিয়েছে সবং। সেখানে ফাস্টফুড তৈরির প্রশিক্ষণ নিয়ে স্বনির্ভর হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। মুক্তিধারা প্রকল্পের মাধ্যমে ৩০জন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাকে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সবং বিডিও অফিসে চলছে প্রশিক্ষণ। আগামী ৩০দিন চলবে এই প্রশিক্ষণ। প্রশিক্ষণ দেওয়ার জন্য রয়েছেন শিক্ষক, শিক্ষিকারাও। প্রশিক্ষণ নিয়ে বেশ উচ্ছ্বসিত মহিলারাও। এব্যাপারে ব্লক আধিকারিক বলেন, প্রশিক্ষণের শেষে প্রত্যেক মহিলাকে ঋণের ব্যাবস্থা করে দেওয়া হবে। যাতে করে পরবর্তীতে মহিলারা কিছু করে স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে। তারা পরিবারে আয়ের উৎস হতেপারে তারজন্য আমরা এই ব্যাবস্থা করেছি।
স্বনির্ভর হচ্ছে সবংয়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা
শনিবার,১৫/০৯/২০১৮
482
বাংলা এক্সপ্রেস---