শিক্ষাক্ষেত্রে চরম অরাজকতা চলছে, ছাত্র আন্দোলন জারি থাকবে: বিমান বসু


শনিবার,১৫/০৯/২০১৮
540

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: কেন্দ্রীয় জাঠার সমাপ্তি কর্মসূচিতে কলেজ স্ট্রিটে শনিবার বড় সমাবেশ করল এসএফআই। এই সমাবেশ থেকে রাজ্য সরকারের শিক্ষা নীতির কড়া সমালোচনা করেন এসএফআই নেতারা। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এদিনের সমাবেশে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন। রাজ্যের শিক্ষা ক্ষেত্রে চরম অরাজকতা চলছে বলে অভিযোগ করেন তিনি। এই অরাজকতার বিরুদ্ধে ছাত্র আন্দোলন জারি থাকবে বলে জানিয়ে দেন তিনি।
কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভর্তির নামে তোলাবাজি চলছে বলে এদিন অভিযোগ করেন সিপিএমের ছাত্র নেতারা। এই কেন্দ্রীয় জাঠা থেকে রাজ্যের এইসব ইস্যুগুলিকে তারা তুলে ধরছেন বলে জানান এসএফআইয়ের রাজ্য সম্পাদক।

সমাবেশ শেষে কলেজ স্ট্রিট থেকে এসএফআইয়ের মহামিছিল রানি রাসমনি রোডে দলের যুব সংগঠনের সমাবেশে যোগ দেয় । এদিন সসমাবেশের শুরুকে পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য থেকে জাঠা এসে পৌঁছায় কলেজ স্ট্রিটে। এই কর্মসূচি ঘিরে এসএফআই কর্মীদের মধ্যে উন্মাদনা পরিলক্ষিত হয়।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট