অভিযুক্ত নেতার পাশেই দাঁড়ালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ


শনিবার,১৫/০৯/২০১৮
689

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: জোড়াসাঁকো থানার পুলিশ গ্রফতার করেছে বিজেপি নেতা রঞ্জিত মজুমদারকে। উজ্জ্বলা যোজনা- দুর্ণীতির অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার ককরে। এই গ্যাস কেলেংকারী কান্ডে অভিযুক্ত বিজেপি নেতা রঞ্জিত মজুমদারের পাশে দাড়ালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য কার্যকারিনী সভায় সাংবাদিকদের মুখোমুখী হয়ে তিনি বলেন, ওকে মিথ্যা মামলায় ফাসানো হয়েছে। ওর মুখ দিয়ে আমাদের নাম বলানোর চেষ্টা হয়েছিল। শুধু রঞ্জিত নয়, মুকুল রায়ের নামেও পুরোনো মামলা দেওয়া হচ্ছে। সাত আট বছর আগের কেস ফের চালু করে ভয় দেখানো হচ্ছে। বিচারকের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে যাতে জামিন না হয়।

https://youtu.be/FrkQTz_o3U4

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট