পশ্চিম মেদিনীপুর:- পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার তররুই গ্রাম পঞ্চায়েতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ আহত উভয়পক্ষের ৬ জন তৃনমূলের ও BJP 2 জন ।তাদের মধ্যে গুরুতর আহত এক তৃণমূলের তাকে মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।আজ সকাল 11 টা নাগাদ ফসলের ক্ষতির ফর্ম আনতে গেলে BJP কর্মী সমর্থকরা বাধা দেয় তৃণমূলর লোকজন বলে অভিযোগ । এর পর রাস্তা উভয় পক্ষের সংঘর্ষে আহত বেশ কয়েকজন এদের প্রথমে দাঁতন গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় ।পাশাপাশি বিজেপি সমর্থকের বাড়ি ভাঙচুর চালানো হয়।তবে তৃণমূলের সহ সভাপতি প্রতুল দাস এই অভিযোগ অস্বীকার করেছেন।তিনি বলেন জনতার রোশ আছড়ে পড়েছে।এর জেরে এলাকায় বিশাল পুলিশ বাহিনী ।
পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার তররুই গ্রাম পঞ্চায়েতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ
শনিবার,১৫/০৯/২০১৮
467
বাংলা এক্সপ্রেস---