গতরাতে নৌকা থেকে সাইকেলসহ দামোদর নদীতে পড়ে গিয়ে নিখোঁজ ব্যক্তির তল্লাশিতে উপস্থিত হলো বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। তিনটি বোট নিয়ে তারা তল্লাশি শুরু করে। নিখোঁজের খোঁজে নামানো হয়েছে ডুবুরি। প্রসঙ্গত গতকাল রাত আটটা নাগাদ
ধনেখালি থানার কালিকাপুর ঘাট থেকে পুড়শুড়া থানার আশ্রম ঘাটে দামোদর নদী পাড় হওয়ার সময় নৌকা থেকে সাইকেল সহ পড়ে নিখোঁজ হয় রমাপ্রসাদ দলুই(৪৫) নামে এক ব্যক্তি। ধনেখালি থানার কুমড়ুলে রাজমিস্ত্রির জোগাড়ের কাজ সেরে পুশুড়ার ভাঙ্গামোড়া তার বাড়িতে যাওয়ার সময় অসাবধানতাবশত নৌকা আশ্রম ঘাটে ঢোকার সময় নদীতে পড়ে যায় সে। নদীর জল বেশি থাকায় খুঁজে পাওয়া যায়নি নিখোঁজ ব্যক্তিকে। পুড়শুড়া থানা ও ধনেখালি থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। আজ সকাল থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়। নিখোঁজের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
Auto Amazon Links: No products found.