মহালয়ার দিন চেতলা অগ্রণীর দুর্গোৎসবে মায়ের চক্ষুদান করবেন মুখ্যমন্ত্রী, জানালেন ফিরহাদ হাকিম


রবিবার,১৬/০৯/২০১৮
893

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: চেতলা অগ্রণীর পুজোয় এবারও থাকছে অভিনবত্ব। শিল্পী অনির্বাণের ভাবনায় উঠে আসছে “ইয়ে দুনিয়া দর্শন কা মেলা।” থিমের নাম বিসর্জন। যার মধ্য দিয়ে শিল্পী তুলে ধরতে চলেছেন সৃজন সৃষ্টি। বিসর্জনের দরগায় দর্শনার্থীদের স্বাগত জানাচ্ছেন অনির্বাণ। তাঁর এই ভাবনা দর্শকদের মন কাড়বে বলেই বিশ্বাস শিল্পীর।

চতুর্থীর দিন থেকেই পুজো মন্ডপ খুলে দেওয়া হবে দর্শনার্থীদের জন্য। জানালেন পুজোর আয়োজক তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।চেতলা অগ্রণীতে শনিবার সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহালয়ার দিন মায়ের চক্ষু দান করবেন। মাঝেরহাট ব্রিজ ভেঙে যাওয়ার কারনে বেহালা, চেতলা সহ বিস্তীর্ণ এলাকায় দর্শনার্থীরা যাতে প্রতিমা দর্শনে কোন অসুবিধায় না পড়েন তার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
চেতলা অগ্রনীর পুজোয় এবার আবহ সঙ্গীত করছেন শিল্পী সেলিম চিসতি। থিমের সঙ্গে সঙ্গতি রেখে আবহসঙ্গীতে বিশেষ অভিনবত্ব থাকছে বলে জানালেন শিল্পী।

https://youtu.be/PeccJeCDSIs

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট