হাওড়া:বিদ্যাসাগর সেতুতে এবার টোল ফ্রি। হ্যাঁ ঠিকই পড়েছেন।যানজট রুখতে বিদ্যাসাগর সেতুতে এবার টু হুইলারের টোল ফ্রি।তবে এই সুযোগ এখনি না নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন চলতি বছরের ১ লা অক্টোবর থেকে এই কার্যকারী হবে।বিদ্যাসাগর সেতু দিয়ে যেতে গেলে টু হূইলার চালকদের এবার আর ৫ টাকা টোল দিতে হবে না।ফলে টোলের মুখে যানজট কমবে মুক্তি পাবে দূষন থেকেও।মুখ্যমন্ত্রী জানান, হাওড়া দিকে টোলের মুখে সবসময় যানজটের সৃষ্টি হয়।এতে করে ধোঁয়ায় দূষন ঘটাচ্ছে।যার কারণে ফ্রি করে দেওয়া হচ্ছে টু হূইলারের টোল। ঠিক পরে ক্ষনে হিসেবে দিয়ে জানিয়ে দিয়েছেন ঠিক কতটা রাজত্ব ক্ষতি হবে।গত বছর ৮৪ হাজার টু হূইলার থেকে টোল আদায় হয়েছিল প্রায় চার কোটি কুড়ি লক্ষ টাকা।যা এবার থেকে আর মিলবে না। তবুও পরিবেশ ও যানজট থেকে মুক্তি পেতে এই সিদ্ধান্ত নিয়েছে।বহু বাইক চালক এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
যানজট রুখতে বিদ্যাসাগর সেতুতে এবার টু হুইলারের টোল ফ্রি
রবিবার,১৬/০৯/২০১৮
552
আক্তারুল খাঁন---