সাহিত্যিক আফসার আমেদের স্মরণসভা


রবিবার,১৬/০৯/২০১৮
499

আক্তারুল খাঁন---

হাওড়া:হাওড়া জেলার বাগনান থানার বাইনান কড়িয়ার বাসিন্দা সাহিত্যিক আফসার আমেদ গত ৪ আগষ্ট কালকত হন।এই গ্রামীণ মহামানুষটি ২০১৭ সালে সেই নিখোঁজ মানুষটা উপন্যাসের জন্য সাহিত্য আকাদেমি পুরষ্কার প্রাপ্ত হন। স্মরণসভার আয়োজক চির স্মরণীয় আহমেদের বন্ধুবান্ধব বাগনান হাইস্কুলের সভাঘরে। বাংলার বিভিন্ন জেগার শিক্ষা ,সাংস্কৃতিক , সাহিত্য জগতের সাথী বর্গ। বাগনানের ভূমিপুত্র আফসারের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন,নিরাবতা পালন , তাঁর সাহিত্য চর্চা, কর্মজীবনের পরিসংখ্যান তুলে আলোচনা,ছড়া, কবিতা পাঠ করেন বন্ধু ও সাথী বর্গ।
আমতার বিধায়ক অসিত বরণ মিত্র র প্রণজ্বল আলোচনায় স্মরণসভা অংশগ্রহণ কারীরা মুগ্ধ হন।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট