বাংলা ছেড়ে যেতে মন খারাপ লাগে, সকালে এয়ারপোর্টে বলেন মমতা


সোমবার,১৭/০৯/২০১৮
772

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: বিদেশ সফরের উদ্দেশ্যে রবিবার সকালে রওনা হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা। কলকাতা বিমানবন্দরে সকালে তিনি বলেন, আমি বাইরে যেতে চাই না, বাংলা ছেড়ে যেতে মন খারাপ লাগে।প্রতিবছর বছরে যে বিশ্ববাংলা সন্মেলন হয় তাতে যারা অংশগ্রহণ করে তারা আমন্ত্রণ জানায় তাদের দেশ এ যাওয়ার জন্য।

এ বছর দুটো দেশ বেছে নিয়েছি। জার্মানি ও ইতালিতে বিজনেস মিট হবে। ২৭ তারিখ ফিরে আসবেন বলে জানান তিনি। বাগরি মার্কেটের ভয়াবহ আগুন নিয়ে নিয়ে মমতা বলেন, আমি খোঁজ নিয়েছি ,সিপি ছিলেন, কিছুক্ষনের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসবে। কোনো মানুষ হতাহত হয় নি।তিনি বলেন এই কদিন থাকছি না তার জন্য একটি কমিটি করে দিয়েছি। কোনো রকম কোনো বিপর্যয় হলে তারা বিষয় টি দেখবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট