পশ্চিম মেদিনীপুর:- শিল্পের দেবতার পুজার আগের দিন রাত থেকেই গোটা রাজ্য সহ পশ্চিম মেদিনীপুর জেলাতেও জোর কদমে চলছে শেষ প্রস্তুতির কাজ। বিভিন্ন গাড়ীর গ্যারেজ সহ আন্যান্য ছোট ছোট কারখানা গুলোতে চলছে সাজানোর পালা। ইতিমধ্যেই বেশকিছু পুজোর আজকেই সেরে ফেলা হয়েছে। সেইরকমই একটি পুজোর আয়োজন করেছিল শহরের পাটনা বাজার আমরা কজনা ক্লাব। শুধু পুজোই নয় পাশাপাশি দেওয়া হল শহরের ৩০০ জন শ্রমিককে সংবর্ধনা। এদিন সন্ধ্যায় এই পুজোর উদ্বোধন করেন জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দিনেন রায়, প্রদ্যুৎ ঘোষ, সমাজসেবী বিশ্বনাথ পান্ডব, সহ এলাকার আন্যান্য ব্যক্তিবর্গ। অতি কর্মদক্ষতার জন্য এদিন শহরের প্রায় ৫০০ জন বিভিন্ন ধরনের শ্রমিককে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয় ক্লাবের পক্ষ থেকে। সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন আমরা ক’জন ক্লাবের সভাপতি সুজয় হাজরা, সম্পাদক বাবলু রায় সহ কর্মকর্তাগণ
বিশ্বকর্মা পুজোর উদ্বোধন করলেন জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি
সোমবার,১৭/০৯/২০১৮
542

বাংলা এক্সপ্রেস---
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: