কলকাতা: এখনও আগুন নেভেনি। আগুন নিয়ন্ত্রণে আনতে রবিবার ভোর রাত থেকে যুদ্ধ চালাচ্ছেন দমবল কর্মীরা। এখন কালো ধোঁয়া কুন্ডলী পাকিয়ে বাগরি মার্কেটের বিভিন্ন তল থেকে বেরিয়ে আসছে। বিল্ডিংয়ের অনেক জায়গায় ফাটল ধরেছে। সেই কঠিন পরিস্থিতির মধ্যও জীবনের ঝুঁকি নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন সকলেই। সোমবার আড়াইটে নাগাদ ফরেন্সিক দলের প্রতিনিধিরা ঘটনাস্থলে আসেন। ভিতরে ঢোকা এখন সম্ভব নয়। তাই বাইরে থেকে পরীক্ষা করে দেখেন তাপমাত্রা। দলের অন্যতম সদস্য ওয়াসিম রাজা বলেন, তাপমাত্রা এখন যথেষ্টই রয়েছে।
বাগরি মার্কেটের তাপমাত্রা মাপল ফরেন্সিক দল
মঙ্গলবার,১৮/০৯/২০১৮
516

বাংলা এক্সপ্রেস---
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: