পশ্চিম মেদিনীপুর:- বিশ্বকর্মা পুজো করতে বন্ধুর বাড়িতে এসেছিল লোকাল থানার খেলাড় বনপাটনা গ্রামের বাসিন্দা সৌমেন চক্রবর্তী (২৬)। সোমবার সকালে বন্ধুর সঙ্গে স্নান করতে নেমে তলিয়ে গেল যুবকটি।স্থানীয়রা খবর পেয়ে ছুটে এসে ওই যুবককে পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বকর্মা পুজোয় যোগ দিতে রবিবার বিকেলে অর্জুনগেড়িয়ার বাসিন্দা কেশব চক্রবর্তীর বাড়িতে এসেছিল সৌমেন। সোমবার সকালে বন্ধুর সঙ্গে পাশের মোরাম খাদানের হরিয়ালি পুকুরে স্নান করতে নেমে তলিয়ে যায় সে।
স্নান করতে নেমে তলিয়ে গেল যুবক
মঙ্গলবার,১৮/০৯/২০১৮
409

বাংলা এক্সপ্রেস---
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: