তৃণমূলের দুই পঞ্চায়েত সমিতির সদস্যকে অপহরনের অভিযোগে চাঞ্চল্য


মঙ্গলবার,১৮/০৯/২০১৮
390

বাংলা এক্সপ্রেস---

রায়গঞ্জ: তৃণমূলের দুই পঞ্চায়েত সমিতির সদস্যকে অপহরনের অভিযোগে চাঞ্চল্য। রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের  ২ সদস্যকে অপহরনের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো রবিবার। অপহৃত দুই সদস্যর নাম মনি সোরেন ও সীতা টুডু।  অপহৃত দুই সদস্যর পরিবারের পক্ষ থেকে রায়গঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগ উঠেছে  বহিস্কৃত তৃণমূল কংগ্রেস নেতা তথা পঞ্চায়েত সমিতির জয়ী নির্দল প্রার্থী মানস ঘোষ তাদের অপহরন করেছে। জেলা পুলিশ সুপার সুমিত কুমার বলেন, ” অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে।”

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের রায়গঞ্জ ব্লক সভাপতি পূর্নেন্দু দে বলেন,” রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির ১৮ জন তৃণমূল সদস্য নিরাপত্তার অভাবে ভোগার কারনে স্বেচ্ছায় বাইরে চলে গিয়েছেন বলে জানি। পুলিশ তদন্ত করলেই আসল সত্য জানা যাবে।” উল্লেখ্য রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন আগামী ২৪ শে সেপ্টেম্বর। উল্লেখ্য রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির মোট আসন ৪২। এর মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে ২৪ টি। বিজেপি জয়ী হয়েছে ১৬ টি আসনে। কংগ্রেস ও নির্দল জয়ী হয়েছে ১ টি করে আসনে।  তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দলে এই অপহরন নাটক বলে অভিযোগ বিরোধীদের।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট