আগরতলা: রাজ্য ভাগের শ্লোগানে এবার নিজেদেরকে আইপিএফটি দলে নাম লেখাল বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম সম্প্রদায়ের একাংশ। জানা গেছে, তারা প্রতিনিয়ত রাজ্য ভাগের ক্ষেত্রে আইপিএফটিকে সুড়সুড়ি দিয়ে যাচ্ছে। এদিকে বিজেপি আইপিএফটির সঙ্গে জোট গঠন করার পরও জোট ধর্মের মধ্যে আলাদা রাজ্যের দাবিকে স্থান দেয়া হয়নি। মুখ্যমন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব যখন আইপিএফটির সভাপতি এন সি দেববর্মা এবং মেবার কুমার জামাতিয়াকে সামনে রেখে এক সাংবাদিক সম্মেলনের মধ্যে জানিয়ে দিয়েছিলেন আলাদা রাজ্য তারা কোনোভাবেই সমর্থন করে না। তখন এন সি কিংবা মেবার কুমার জামাতিয়া একটিও শব্দ বলেনি বলে জানা গেছে।
পরে ফের আলাদা রাজ্যের দাবীতে সোচ্চার হয়ে উঠে আইপিএফটির দলের কর্মী সমর্থকরা। আর সুযোগকে কাজে লাগিয়ে একাংশ সংখ্যালঘু এবং কয়েকবছর পূর্বে রাজ্যে ‘অনুপ্রবেশকারী একাংশ মুসলিম এবার সেই রাজ্যভাগের দাবিকে সমর্থন জানাচ্ছে। হঠাৎ করে বাঙালি মুসলিম সম্প্রদায়ের একাংশ ৩ মার্চের পর ‘থেকে কিভাবে এই রাজ্যের ভূমিপুত্র হয়ে গেছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করছে রাজ্য জুড়ে।