বাগরি মার্কেটের অগ্নিকান্ডের কারণ অনুসন্ধানে হাই পাওয়ার কমিটি গঠনের দাবি বিমান বসুর


মঙ্গলবার,১৮/০৯/২০১৮
555

বিকাশচন্দ্র ঘোষ---

কলকাতা: বাগরি মার্কেটের ছাড়পত্র মিলল কোন পথে তা নিয়ে প্রশ্ন তুললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। মঙ্গলবার আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক সম্মেলন করে রাজ্য প্রশাসনের ভূমিকার কড়া সমালোচনা করলেন তিনি। বিমান বসু বলেন, মাত্র দেড় মাস আগে এই মার্কেটের ছাড়পত্র দেওয়া হয়। কিন্তু ৪৭ দিনের মাথায় ভয়াবহ এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে গেল। বামফ্রন্ট সরকারের আমলে এমন নজির নেই বলে মন্তব্য করেন তিনি। তাঁর দাবি এই অগ্নিকান্ডের নিরপেক্ষ তদন্ত হোক। কারন অনুসন্ধানে গড়ে তোলা হোক হাই পাওয়ার কমিটি।

ঠিক যে সময় বাগরি মার্কেট দাউ দাউ করে জ্বলছে ঠিক সেই সময় বিদেশ সফরে জার্মানির ফ্রাঙ্কফুর্টে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পিয়ানো বাজানো নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি বর্ষীয়ান এই বাম নেতা।

রাজ্য সরকার গঠিত বিভিন্ন কমিটি সারা বছর ধরে কি কাজ করে তা নিয়েও এদিন প্রশ্ন তোলেন বিমান বসু। তিনি বলেন, বাগরি মার্কেটের অগ্নিকান্ড নিয়ে এখন দোষারোপ করার সময় নয়। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা হোক। পুজোর মুখে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণনেরও দাবি জানান তিনি।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট