ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে মানা হবে না সুপারিশ, বাগরি কান্ডের পর কঠোর হচ্ছে পুরসভা


মঙ্গলবার,১৮/০৯/২০১৮
559

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: বাগরি মার্কেটে ভয়াবহ বিধ্বংসী অগ্নিকান্ডের পর নড়েচড়ে বসল কলকাতা পুরসভা। জরুরী ভিত্তিতে মঙ্গলবার অনুষ্ঠিত হল এমএমআইসি বৈঠক। কলকাতা পুরসভায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ডাকা হয় শীর্ষ কর্তাদের। মেয়র সহ সব মেয়র পারিষদ ও ডিজি রা উপস্থিত ছিলেন বৈঠকে। শহরের বহুতল, বাজার গুলি নিয়ে কড়া সিদ্ধান্তের ইঙ্গিত দেওয়া হয়েছে বৈঠকে। সূত্রের খবর, সিদ্ধান্ত হয়েছে কোনো সুপারিশ মানা হবে না ট্রেড লাইসেন্সর ক্ষেত্রে। বহুতল বাজার গুলিতে তৈরী করা হবে গভীর নলকূপ।বাজার গুলিতে দোকানের ভিতরেই ব্যবসা করতে হবে ব্যাবসায়ীদের । বাইরে কোনো মাল মজুত করা যাবে না।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট