প্রাইমারি স্কুলের কেজি ওয়ান এর এক শিশুর উপর শারীরিক অত্যাচারের অভিযোগ


বৃহস্পতিবার,২০/০৯/২০১৮
517

বাংলা এক্সপ্রেস---

হাওড়া : হাওড়া ব্যাটরা থানার অন্তর্গত সানসাইন প্রাইমারি স্কুলের কেজি ওয়ান এর এক শিশুর উপর শারীরিক অত্যাচারের অভিযোগ ওঠে এক স্কুল টিচার এর বিরুদ্ধে। এই ঘটনায় শিশুটি অভিভাবক হাওড়া ব্যাট রা থানায় স্কুল টিচার এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। শিশুটির অভিভাবক অনিল যাদবের অভিযোগ গত দু-তিন দিন আগে স্কুলের ভেতরে শিশুর শিশুটিকে বেশ কিছুক্ষন বাইরের রোদের উপর দাঁড় করিয়ে রাখে এবং তাকে মারধর করে এমনটাই অভিযোগ নিয়ে আসছে তার অভিভাবকরা শিশুটি বাড়িতে গিয়ে শরীর অসুস্থ হয়ে পড়ে এবং পুরো বিষয়টি বাড়ি মা বাবাকে জানায় ।

এরপর আজ সকালে শিশুটি স্কুলে নিয়ে আসলে ওকে ভিতরে ঢুকিয়ে গেট বন্ধ করে দেয় এই ঘটনায় স্কুলের গেটের সামনে অভিভাবকরা বিক্ষোভ দেখাতে থাকে এবং স্কুলের টিচার কে পুরো বিষয়টি জিজ্ঞাসাবাদ করলে স্কুলের টিচার পুরো বিষয়টি অস্বীকার করে। এদিকে স্কুল টিচার দেবারতি বারিকের অভিযোগ আইস যাদব ক্লাসের মধ্যে দুষ্টুমি করে সবাই কে মারধর করে পুরো বিষয়টি হেড টিচার কে জানালে তিনি বলেন তাকে ক্লাসের বাইরে বার করে দিতে তার কথা মতই এই কাজ করেছি। এমনকি স্কুলের টিচারকে মারধর করে অভিভাবকরা দুই এক জন টিচারের হাত কেটে যায় ।এমনটাই অভিযোগ করছেন স্কুল টিচার দেবারতি বারিক।

https://youtu.be/RXK2pvk6cUM

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট