সরকারি আইন তোক্কা না করে বিনা হেলমেটে বাইক মিছিল


বৃহস্পতিবার,২০/০৯/২০১৮
402

বাংলা এক্সপ্রেস---

হাওড়া:কথায় আছে রোক্ষক ই ভোক্ষক,যারা আইন তৈরি করে তারাই আবার কি করে আইনকে ভঙ্গ করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের সেফ ড্রাইভ,সেভ লাইফ তৈরি করেন। বিনা হেলমেটে বাইক চালালে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রসাশন বিভিন্ন সময়ে বিভিন্ন রকম করে সেফ ড্রাইভ,সেভ লাইফের প্রচার চালিয়ে যাচ্ছেন। তবুও কি হুঁশ ফিরবে না? এমন একটি চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়। আজ হাওড়া জেলার উদয়নারায়নপুরে সমিতির বোর্ড গঠন আছে। কানপুর অঞ্চলের কয়েকশো তৃণমূল কংগ্রেস সমর্থকেরা বাইক মিছিল করে যাচ্ছে উদয়নারায়নপুরে।কারো মাথায় হেলমেট নেই। প্রশাসন কি দেখে ও দেখেনা,এদের কি কোনো ব্যবস্থা নেবে প্রশাসন?নাকি সরকার ক্ষমতায় আছে বলে এদের কোনো কিছু হবে? এইটাই এখন লাখ টাকার প্রশ্ন সাধারণ মানুষের কাছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট