ব্রিজের স্বাস্থ্য দেখতে পরিদর্শনে ফিরহাদ, তিন দিনের মধ্য কালীঘাট ব্রিজের সংস্কার শুরু


বৃহস্পতিবার,২০/০৯/২০১৮
650

বিকাশচন্দ্র ঘোষ---

কলকাতা: আগামী তিন দিনের মধ্যে সংস্কারের কাজ শুরু হবে কালীঘাট ব্রিজের। টেন্ডার ডেকে বিজন সেতুর সংস্কারের কাজও শুরু করা হবে। বৃহস্পতিবার শহরের ন’টি গুরুত্বপূর্ণ ব্রিজ পরিদর্শনে বেরিয়ে প্রথমেই তিনি কালীঘাট ব্রিজ পরিদর্শন করেন। এই ব্রিজের স্বাস্থ্য যে খুব একটা ভাল নয় তা মন্ত্রীর কথাতেই ফুটে ওঠে। পরে তিনি জানান তিন মধ্যে এটি সংস্কার করা শুরু হবে। ১৫ দিনের মধ্যে কাজ শেষ করা হবে। ব্রিজ পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম। প্রথমে কালিঘাট ব্রিজ পরিদর্শন করেন তিনি। আদি গঙ্গায় বোটে চেপে ব্রিজের নীচে পৌঁছে ব্রিজের স্বাস্থ্য খতিয়ে দেখেন। ব্রিজ পরিদর্শনের পর ফিরহাদ হাকিম জানান, আগামী তিন দিনের মধ্যে সংস্কারের কাজ শুরু হবে।

১৫ দিনের মধ্যে কাজ শেষ হবে। এর পর যান বিজন সেতুতে। সেখানে বিভিন্ন অংশ ঘুরে দেখেন। মন্ত্রীর সঙ্গে ছিলেন পুর ও নগরোন্নয়ন দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি সুব্রত গুপ্ত, কে এম ডি এ -র সিইও সঞ্জয় বানশাল, আইআইটি-র ইঞ্জিনিয়ার সমীরন সেন সহ এক্সপার্টরা। এদিন ঢাকুরিয়া ব্রিজ, বাঘাযতীন সেতু, বি আর আম্বেদকর সেতুও পরিদর্শন করেন। মন্ত্রী বলেন, এক্সপার্টদের মতামত নেওয়া হবে। সেইমত সংস্কারের কাজ শুরু করা হবে। সাধারন মানুষকেও ব্রিজ সম্পর্কে তথ্য জানানোর আবেদন করেন ফিরহাদ হাকিম। সেই মত একটি হোয়াটস অ্যাপ নম্বর দেওয়া হয়েছে দফতরের পক্ষ থেকে। নম্বরটি হল- ৯৮৩০০৩৭৪৯৩। প্রতিটি ব্রিজের জন্য এক জন করে ইঞ্জিনিয়া বছরভর দায়িত্বভার পালন করবেন।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট