পশ্চিম মেদিনীপুর : প্রত্যন্ত জঙ্গলমহল থেকে উঠে এসে কলকাতায় ডার্বি লিগে নিজের ব্যাপ্তির সূচনা করেছে পিন্টু। ডার্বইতে পিন্টু মাহাতার গোল রাতারাতি তাকে হিরো বানিয়ে দিয়েছে । পাশাপাশি গোটা কলকাতা লিগেই তাঁর পারফর্মেন্স নজর কেড়েছে সমর্থকদের । উল্লেখ্য রাজনৈতিক পালাবদলের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় জঙ্গলমহলে হচ্ছে জঙ্গলমহল কাপ। যেখানে প্রত্যন্ত গ্রামের ছেলে-মে রা সুযোগ পাচ্ছে নিজেদের মেলে ধরতে । আর সেখান থেকেই শুরু করে আজ স্বপ্নের দৌড়ে জঙ্গলমহলের পিন্টু। বলাই বাহুল্য জঙ্গলমহলের বুকে এই রকম সাফল্য এই প্রথম বার এসেছে। যার জন্য আজ আনন্দিত জঙ্গলমহলবাসী।