প্রসূতি মৃত্যুর ঘটনায় চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে


বৃহস্পতিবার,২০/০৯/২০১৮
516

বাংলা এক্সপ্রেস---

বহরমপুরঃ প্রসূতি মৃত্যুর ঘটনায় চিকিৎসার গাফিলতর অভিযোগ উঠল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। মৃত্যুর ঘটনার পরেই মৃতার আত্মিয়রা হাসপাতালে ভাঙচুর চালায় বলে অভিযোগ।

সূত্রের খবর, বেলডাঙার জানকীনগর গ্রামের বাসিন্দা নাসিমতারা বিবি(২৮) শনিবার বিকেলে চালতিয়ার একটি বেসরকারি নার্সিংহোমে একটি কন্যা সন্তানের জন্ম দেয়। প্রসবের পরেই প্রসুতির শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে রাত ৮ টা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১ টা নাগাদ ওই প্রসূতির মৃত্যু হয়। এদিকে প্রসূতির মৃত্যুর ঘটনায় চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে মৃতার আত্মীয়রা হাসপাতালে ভাঙচুর চালায় বলে অভিযোগ। তবে ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন আত্মীয়রা। এদিকে খবর পেয়ে ওই রাতেই পুলিস হাসপাতালে গিয়ে মহিবুল হক, টুকার জুবান, মিরাজুল হক ও সাইফুল হক এক চারজনকে হাসপাতাল ভাঙচুরের অভিযোগে গ্রেফতার করে।  ভাঙচুরের ঘটনার অভিযোগে চার জনকে পুলিস গ্রেফতার করেছে। রবিবার তাদের আদালতে তোলা হলে আদালত চার দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।

https://youtu.be/Aox2HwiYRow

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট