উর্দু শিক্ষকের দাবীতে পথ অবরোধ বিক্ষোভ বাস ভাঙচুর


বৃহস্পতিবার,২০/০৯/২০১৮
570

বাংলা এক্সপ্রেস---

উত্তর দিনাজপুর জেলা: দারিভিট হাই স্কুলে নিয়োগ হওয়া উর্দু শিক্ষককে পড়ুয়াদের বিক্ষোভের জেরে ফিরিয়ে দেওয়ার ২৪ ঘন্টার মাথায় ফের বুধবার উর্দু শিক্ষকের দাবীতে পথ অবরোধ বিক্ষোভ বাস ভাঙচুরে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখরে উত্তেজনা ছড়ালো। দীর্ঘক্ষণ পথ অবরোধের পর পুলিশি আশ্বাসে পড়ুয়ারা অবরোধ তুলে নেয়।

জানা গিয়েছে, গোয়ালপোখরের মনিভিটা হাই স্কুলে এদিন উর্দু শিক্ষকের দাবিতে পড়ুয়ারা স্কুলের সামনে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে বলে অভিযোগ। দীর্ঘক্ষণ অবরোধের জেরে আটকে পড়ে সরকারি যাত্রীবাহী বাস বহু যানবাহন। এরই মধ্যে উত্তেজিত স্থানীয়রা একটি সরকারী বাসে ভাঙচুর চালায় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গোয়ালপোখর থানার বিশাল পুলিশ বাহিনী। পরে পুলিশ ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের আশ্বাসে পড়ুয়ারা অবরোধ তুলে নেয়। উল্লেখ্য, মনিভিটা হাই স্কুলে মোট ২৬০০ ছাত্র-ছাত্রী রয়েছে।

এদের পঠন পাঠনের জন্য ১২ জন শিক্ষক ও কয়েকজন প্যারা টিচার রয়েছেন। যার মধ্যে একজন উর্দু শিক্ষক রয়েছেন। পড়ুয়াদের অভিযোগ, একজন উর্দু শিক্ষক যথেষ্ট নয় পাশাপাশি শিক্ষকের অভাবে স্কুলে পড়াশুনা একদমই হয় না। মনিভিটা হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওয়াজির রহমান বলেন, পড়ুয়ারা বিক্ষোভ দেখিয়েছে, আমি বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি। আমরা স্কুলের ভেতরে ছিলাম কারা বাস ভাঙচুর করেছে বলতে পারব না।

https://youtu.be/Z3iidvNZDF4

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট