ফরাক্কা ব্যারেজ পরিদর্শন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী


বৃহস্পতিবার,২০/০৯/২০১৮
835

বাংলা এক্সপ্রেস---

ফরাক্কাঃ- ফরাক্কা ব্যারেজ পরিদর্শন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। সঙ্গে ছিলেন ফারাক্কা ব্যারেজের জি এম শৈবাল ঘোষ, ফারাক্কার বিধায়ক মাইনুল হক। উত্তর ভারতের সঙ্গে দক্ষিণ ভারতে যোগাযগের অন্যতম মাধ্যম এই ফারাক্কা ব্যারেজ। ব্যরেজের দুরবস্থা নিয়ে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিনের। মাঝের হাট ব্রিজ ভেঙে পড়ার পরেই নড়েচড়ে বসেছেন প্রশাসন। ব্যারেজ কতৃপক্ষের সঙ্গে আলোচনার পরে ঠিক হয়, এই ব্যারেজটি মেরামত করা হবে। অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে কাজ শুরু হওয়ার সম্ভবনা রয়েছে।

১৯৬১ সালে এই ফারাক্কা ব্যারেজ এর কাজ শুরু হয় এবং শেষ হয় ১৯৭৫ সালে। সেই সময়ে এই ব্যারেজ তৈরী করতে খরচ হয়েছিল প্রায় ১৫৬.৪৯ কোটি টাকা। তৈরি হবার পরে সেই ভাবে আর ব্যারেজ মেরামতি হয়নি। অধীর চৌধুরী ব্রীজ পরিদর্শনে এসে জানালেন যে ব্যারেজ মেরামতি করতে গেলে গাড়ি গুলিকে ঘুর পথে নিয়ে যেতে হবে। তবে মালবাহী গাড়ি গুলি বিহার হয়ে ঘুরে আসতে হবে এবং তাতে অনেকের ব্যবসার ক্ষতি হবার সম্ভবনা রয়েছে। এই সমস্যা সমাধানে রাজ্য ও কেন্দ্রকে এগিয়ে আসতে হবে যাথে মানুষের সুবিধে হয় সেই ব্যবস্থা আলাপ আলোচনা বের করতে হবে। কিন্তু কবে থেকে কাজ শুরু হবে সেই ব্যাপারে কোন কথা অধীর চৌধুরী বা ফরাক্কা জি এম কেউ বলতে চাইনি। এখন দেখার কবে থেকে এই ব্যারেজের কাজ শুরু হয়।

https://youtu.be/4Wiq24JniZQ

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট