ডোমকলে বাস দুর্ঘটনায় আহত কমপক্ষে ১৫জনের বেশী বাস যাত্রী


শুক্রবার,২১/০৯/২০১৮
451

বাংলা এক্সপ্রেস---

ডোমকলঃ– ডোমকলে বাস দুর্ঘটনায় আহত কমপক্ষে ১৫জনের বেশী বাস যাত্রী। ঘটনাটি ঘটেছে শুক্রবার সাত সকালে ডোমকলের ১নং গ্রামপঞ্চায়েতের ধূলাউড়ি এলাকায়। এদিন সকাল ৭টার সময় ধুলাউড়ি রবিন্দ্র বিদ্যানিকেতন হাইস্কুলের সামনে রাস্তার উপরে ডবল বাম্পার থাকা সত্ত্বেও গাড়ির গতিবেগ না কমানোর ফলে স্কুলের পাঁচিল ভেঙ্গে স্কুলের ভেতর ঢুকে যায় বেসরকারি বাসটি।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গ্রামবাসীরা ছুটে এসে আহতদের উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। যদিও প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। ধূলাউড়ি কুমারপুর থেকে বহরমপুর যাচ্ছিল বাসটি। গাড়ির চালক এবং খালাসি পলাতক বলে জানা গিয়েছে। ডোমকল থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা গ্রস্থ গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসে। 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট