পশ্চিম মেদিনীপুর:- ঘরে ইলেকট্রিক বালব লাগাতে গিয়ে বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের।নারায়ণগড় থানার বড় কলঙ্কাই গ্রামের বাসিন্দা সাহেব সিং(৫৬) নিজের বাড়িতে বালব লাগাচ্ছিলেন।হঠাৎ ই তিনি বিদ্যুত্ আহিত হলে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করে।পুলিশ মৃতদেহ সংগ্রহ করে ময়নাতদন্তে পাঠিয়েছে।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের
রবিবার,২৩/০৯/২০১৮
463
বাংলা এক্সপ্রেস---