ঘন কুয়াশায় ঢাকল গোপীবল্লভপুর


রবিবার,২৩/০৯/২০১৮
385

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম:– পুজো আসছে। বাতাসে কাশফুলের দোল, শিউলির ম ম গন্ধ। মেঘ সরলেই উজ্জ্বল হচ্ছে নীল আকাশ। সেই বার্তা দিচ্ছে যে পূজো এসে গেছে।আরে পূজোর আগেই ঘন কুয়াশায় ঢাকল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের বিস্তির্ন এলাকা। এদিন সকালে গোপিবল্লভপুরে সংলগ্ন নানা এলাকায় ঘন কুয়াশার চাদরে ঢেকে যায়।কুযাশার ফলে রাস্তাঘাটে অনেক কম গাড়ি চলাচল করে। যদিও বেলা বাড়ার সাথে সাথে কেটে যায় ঘন কুয়াশা।শিতের আগমনের আগে প্রথম কু্যাশা দেখতে ভিড় লাগায় পথ চারীরা আর কেউ কেউ লেপ ঢাকা নিতে হালকা সীতের আমেজ উপভোগ করে,

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট