জেলায় জেলায় ক্ষুদ্র শিল্পের প্রসার ঘটাতে সরকারের পক্ষ থেকে সবরকম সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র


রবিবার,২৩/০৯/২০১৮
420

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর : জেলায় জেলায় ক্ষুদ্র শিল্পের প্রসার ঘটাতে সরকারের পক্ষ থেকে সবরকম সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র। তার কথায় ভারী শিল্পের পাশাপাশি ক্ষুদ্রশিল্পের প্রসারও গ্রামীন অর্থনীতিকে চাঙ্গা রাখতে বড় ভূমিকা নিয়ে থাকে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ক্ষুদ্র শিল্পের প্রসারে যেসব গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন তারও উদাহরন তুলে ধরেন মন্ত্রী। পশ্চিম মেদিনীপুর জেলা চেম্বার অফ্ কমার্সের বার্ষিক সাধারন সভায় হাজির হয়েছিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র। শহরের শ্যাম সংঘ হলে অনুষ্ঠিত ওই সাধারন সভায় সৌমেনবাবু ছাড়াও হাজির ছিলেন বিধায়ক মৃগেন মাইতি, দীনেন রায়, প্রদ্যোৎ ঘোষ, আশিষ চক্রবর্তী, শ্রীকান্ত মাহাতো, চেম্বার অফ কমার্সের সভাপতি উদয় পাল, সম্পাদক চন্দন বসু, রামগোপাল আগরওয়ালা প্রমুখ।

মন্ত্রী সৌমেনবাবু বলেছেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার যত বাড়বে ততই কর্মসংস্থানের সুযোগ বাড়বে। ক্ষুদ্র ও মাঝারি স্তরের শিল্পপতিরা রাজ্য তথা দেশকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। চেম্বার অফ্ কমার্সের সম্পাদক চন্দন বসু বলেছেন, জিএসটি থেকে শুরু করে নানান সমস্যায় জর্জরিত ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগীরা। নানাভাবে ব্যবসায়ীদের হয়রান করা হচ্ছে। এদিন সাধারন সভায় হাজির হয়েছিলেন কলকাতা বণিকসভার সদস্যরাও। তারাও ব্যবসায়ীদের নানান সমস্যা নিয়ে আলোচনা করেন।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট