ভিন ধর্মের ছেলেরা বাবার সৎকার্যে অংশগ্রহন করার অপরাধে যুবতী মেয়ের চুল কেটে নেওয়ার অভিযোগ

চুঁচুড়া: ভিন ধর্মের ছেলেরা বাবার সৎকার্যে অংশগ্রহন করার অপরাধে যুবতী মেয়ের চুল কেটে নেওয়ার অভিযোগ উঠলো পাড়ার মাতব্বরদের বিরুদ্ধে। শুধু তাই নয়, সম্প্রতি অত্যাচার এতটাই বেড়েছে যে বৃদ্ধা মাকে নিয়ে মেয়ে রিতিমত গৃহবন্দী অবস্থায় রয়েছে। অভিযোগ তৃণমূল করা কিছু মাতব্বরদের হাতে এমনই তালিবানী শাসনের শিকার চুঁচুড়ার মতিঝিল এলাকার বাসিন্দা পামেলা হাটি(৩৮)। পামেলাদেবী অবিবাহিত। তিনি তাঁর সত্তোরোদ্ধ বিধবা মা নমিতা হাটিকে নিয়ে থাকেন। পামেলার বাবা প্রাক্তন ডানলপ শ্রমিক করুনাময় হাটি বিগত ৬মাস আগে গত হয়েছেন। অভিযোগ এরপর থেকেই হাটি পরিবারের ঘনিয়ে আসে অন্ধকার। পাড়ার মাতব্বরদের কাছ থেকে জায়গা ছেড়ে দেওয়ার জন্য হুমকি আসতে শুরু করে।

পামেলার অভিযোগ বাবার সৎকার্যে কেন এলাকারই কিছু ভিন ধর্মের মানুষ অংশগ্রহন করেছে এই অপরাধে আমার উপর অত্যাচার শুরু করে পাড়ার মাতব্বরেরা। ঘড় থেকে বাইরে বেরোলেই উড়ে আসত কটুক্তি, প্রানে মেরে ফেলারও হুমকি দিতো তারা। মাস দুই আগে আমাকে রাস্তায় ধরে সেইসমস্ত মাতব্বরেরা আমার মাথার চুল কেটে নেয়। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। সেসময় চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোন পদক্ষেপ গ্রহন করেনি বলে অভিযোগ। জানানো হয়েছিলো স্থানীয় কাউন্সিলর সঞ্চিতা ধরকে। কিন্তু তাতেও কোন লাভ হয়নি বলে অভিযোগ। আর থানায় অভিযোগ জানানোর পর অত্যাচার আরও বাড়ে বলে অভিযোগ। পামেলা বলেন দু’দিন আগেই আমাকে চিঠি এসেছে বলে বাড়ির বাইরে বের করে মারধর করে। আমি এখন বুঝতে পেরেছি যে ওরা আমাদের বাড়ির জমিটা হাতিয়ে নেওয়ার জন্যই এরকম করছে। চোখছলছল মুখে তিনি বলেন ভাবতে পারছেন বিগত দু’মাস পর আমি ঘর থেকে বেড়িয়েছি।ঘড়ে কিছু না থাকলে কোথায় যাব? আমার বৃদ্ধা মা অসুস্থ। তাই আমাকেই বাইরে বেরোতে হয়।

বর্তমানে যা পরিস্থিতি তাতে আমাদের গৃহবন্দী হওয়ার যোগার। দু’মাস আগে পুলিশে অভিযোগ করে কোন সুরাহা তো হয়ইনি উল্টে অত্যাচার আরও বেড়েছে। তাই ভয়ে আর পুলিশের কাছে যাইনা। বৃদ্ধা নমিতা দেবী বলেন বাড়িটা ছিনিয়ে নেওয়ার মতলব কষেছে ওরা। আমার বাড়িতে কোন ছেলে নেই বলেই ওরা এত সাহস পাচ্ছে। আতঙ্কে আমরা রাতে ঘুমতে পর্যন্ত পারিনা। যদিও এবিষয়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলর সঞ্চিতা ধরের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে এবিষয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন পামলা সম্প্রতি আমার কাছে এসেছিলো আমি পুলিশকে বিষয়টি দেখতে বলেছি।

admin

Share
Published by
admin

Recent Posts

কুণাল ঘোষকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দিল রাজনীতির অবসান বা শুরু?

রাজনীতির সময়ে অনেক সময় আসে যখন সাধারণভাবে একজন রাজনৈতিক কর্মীর কাছে এক পদ দিয়ে দেওয়া…

15 hours ago

রজনীকান্ত এবার সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে সব রেকর্ড ভেঙে দিলেন

তিনি ভারতীয় তামিল চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্ত। শুধু তামিল ভাষাতেই হিন্দি, তেলেগু, কন্নড় ও ইংরেজি ভাষার…

20 hours ago

নির্মাতা অনিরুদ্ধ’র আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জয়া

কলকাতার নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘কড়ক সিং’ নামের হিন্দি ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে বাংলাদেশী…

20 hours ago

বলিউড ডিভা শিল্পা শেঠির সম্পত্তির সম্পত্তি বাজেয়াপ্তি: সন্তানসহ মুম্বাই ছেড়ে প্রত্যাবর্তন

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা তার আর্থিক মুদ্রার এক ধারালো নিয়ে সম্পত্তি বাজেয়াপ্তি…

20 hours ago

পাওলি দাম: বাংলাদেশের চলচ্চিত্র এক নতুন প্রতিভার আবির্ভাব

বাংলাদেশের চলচ্চিত্র শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করা যেতে পারে অল্প বা মাঝামাঝি হয়ে যাওয়া একটি বিষয়।…

20 hours ago

কুরুচিকর ভাষার প্রতিযোগিতা বন্ধে কমিশনের চিঠি প্রধান প্রধান রাজনৈতিক দলগুলিকে

দেশ জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় বইছে। সেই সঙ্গে সমানতালে চলছে একে অপরকে আক্রমণের পালা। পক্ষ…

23 hours ago
https://www.banglaexpress.in/ Ocean code: