নদীয়া : তেলের ট্রাঙ্করের ধাক্কায় মৃত্যু হল এক কিশোরের। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে নদীয়ার নবদ্বীপ থানার গৌরনগরে। মৃতের নাম বিজয় ঘোষ (১০) বাড়ি নতুন আনান্দবাস। স্থানীয় সূত্রে খবর মৃত কিশোর তার বাবার জন্য একটি কেটলিতে করে ভাত নিয়ে রাস্তা পার হচ্ছিল। সেই সময় বেপরোয়াভাবে একটি লরি টাকে ধাক্কা মারে । ঘটনাস্থলে তার মৃত্যু হয় । এর পরই স্থানীয় লোকজন এসে বিক্ষোভ শুরু করে । পুলিশ মৃতদেহ তুলতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় । যদিও এই ঘটনায় নবদ্বীপ থানার পুলিশ ঘাতক গাড়িটাকে আটক করেছ। চালককে গ্রেপ্তার করেছে।বাম্পারের দাবিতে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ চলছে।
ট্যাঙ্কারের ধাক্কায় কিশোরের মৃত্যু স্থানীয় বাসিন্দাদের
রবিবার,২৩/০৯/২০১৮
457

বাংলা এক্সপ্রেস---
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: