টালিগঞ্জ করুণাময়ী ব্রিজের মাঝে বসে যাওয়ায় আতঙ্ক, ঘুরে দেখলেন এক্সপার্ট টিম


রবিবার,২৩/০৯/২০১৮
751

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় শহরবাসীর মন থেকে আতঙ্ক এখনো দূর হয়নি। রাজ্য সরকার ওই ঘটনার পর যথেষ্টই সতর্কতা নিয়েছে। ফিরহাদ হাকিমের নেতৃত্বে বিভিন্ন ব্রিজ পরিদর্শন চলছে এক্সপার্ট টিম নিয়ে। তার মধ্যেই ফের ব্রিজ আতঙ্ক। টালিগঞ্জ করুণাময়ী ব্রিজের একাংশ বসে যাওয়ায় আতঙ্ক ছড়ায়। শনিবার রাত্রে টালিগঞ্জ করুনাময়ী ব্রিজের ঠিক মাঝখানে একটা অংশ বসে যাওয়ার ফলে থমকে গেছিলো যান চলাচল। টালিগঞ্জ থেকে বেহালা, ঠাকুরপুকুর, হরীদেবপুর, করুনাময়ী, সিরিটি প্রভৃতি অঞ্চলের মানুষ এই ব্রিজ দিয়ে যাতায়াত করেন, করুনাময়ী ব্রিজে এই ধরণের রাস্তা বসে যাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

ঘটনাস্থলে আসে পুরসভার ইঞ্জিনিয়ার ও পুলিশের আধিকারিকরা এবং হরিদেবপুর থানার পুলিশ। পুরসভার ইঞ্জিনিয়াররা জানিয়েছেন বিপদের কোনো আশঙ্কা নেই।যে অংশটা বসে গেছে সেই অংশটা মোটা লোহার চাদর দিয়ে ঢেকে দিয়ে ধীরে ধীরে ছোট ছোট গাড়ি সেখান থেকে পাস করানো হয়, তবে বাস সহ বড় কোনো গাড়ি ওই ব্রিজের উপর দিয়ে না যেতে দেওয়ায় সমস্যায় পড়েছেন যাত্রীরা। রাত্রেই ঘটনাস্থলে আসেন পুরো ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম, তিনি জানান এতে বিপদের কোনো আশঙ্কা নেই, আগামীকাল এক্সপার্ট কমিটি এসে ব্রিজটি পরীক্ষা করবে। রবিবার KMDA এর এক্সপার্ট কমিটির ইঞ্জিনিয়ার রা এসে ব্রিজের বসে যাওয়া অংশটি সহ ব্রিজটির নিচের বিভিন্ন জায়গা খতিয়ে দেখেন, তারা জানান ব্রিজটি সম্পূর্ণ সুরক্ষিত আছে, সমস্ত রকম গাড়ি চলাচল করতে পারে। তবে যে অংশটি বসে গেছে সেটি আগামী কয়েক দিনের মধ্যে মেরামত করে দেওয়া হবে।

https://youtu.be/UaYxcVO_rJs

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট