ঝাড়গ্রাম:- রাজ্য ও কেন্দ্র সরকারের উপর ‘চাপ’ বাড়াতে এ বার লাগাতার রেল ও সড়ক অবরোধের সামিল হল সাঁওতালদের সর্বভারতীয় সামাজিক সংগঠন ‘ভারত জাকাত মাঝি পারগানা মহল’ । সোমবার ঝাড়গ্রাম জেলার সীমান্তে খেমাশুলিতে দীর্ঘক্ষণ রেলপথ ও ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে সাঁওতালদের সর্বভারতীয় সামাজিক সংগঠন ‘ভারত জাকাত মাঝি পারগানা মহল’।আদিবাসী সংগঠনের জমায়েত ও অবরোধ কর্মসূচি চিন্তায় রেখেছে পুলিশ-প্রশাসনকে।
রেল ও সড়ক অবরোধের সামিল হল সাঁওতালদের সর্বভারতীয় সামাজিক সংগঠন ‘ভারত জাকাত মাঝি পারগানা মহল
সোমবার,২৪/০৯/২০১৮
583