ঝাড়গ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ক্ষুব্ধ টেন যাত্রীরা পেল জল ,বিষ্কুট ও দুধ


সোমবার,২৪/০৯/২০১৮
470

কার্ত্তিক গুহ---

ঝাড়গ্রাম:- সাতসকালেই রাজ্যজুড়ে রেল ও জাতীয়সড়ক অবরোধ বিপর্যস্ত হয়ে গেল জনজীবন। অলচিকি লিপিতে সাঁওতালি ভাষাতে বিভিন্ন বিদ্যালয়ে পঠন-পাঠনের দাবি এবং শিক্ষক নিয়োগের দাবি সহ ১০ দফা দাবি নিয়ে ১২ ঘন্টার বনধের ডাক দিয়েছে আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল। সপ্তাহের প্রথম দিনে সকাল ৬ থেকে ঝাড়গ্রামের ৬ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন খেমাশুলিতে পথ অবরোধ ও রেল অবরোধ শুরু করে এই আদিবাসী সংগঠন। সেখানে হাজির হয় অসংখ্য মানুষ। ফলে, অবরুদ্ধ হয় জাতীয় সড়ক। ব্যাহত হয় রেল পরিষেবাও। রাজ্যের বিভিন্ন জায়গায় রেল এবং পথ অবরোধ হয়। বিচ্ছিন্ন হয়ে যায় খড়্গপুর-টাটালাইন রেল যোগাযোগ।ঝাড়গ্রাম স্টেশনে দাঁডিয়ে রিয়েছে স্টীল এক্সপ্রেস। না খেয়ে ভোগান্তীর শিকার হন নিত্য যাত্রীরা ।অবশেষে জেলা প্রশাসনের উদ্যোগে ট্রেন যাত্রী দের জল ,বিষ্কুট ও বাচ্চাদের দুধের ব্যবস্থা করেন,ঝাড়গ্রামের বিডিও সুবর্ন রায় নিজে ট্রেন যাত্রীদের বিতরন করেন জল ,বিষ্কুট ও দুধ।এর ফলে ক্ষব্ধ যাত্রীরা কিছুটা হলেও সস্তীর নি:শ্বাস ফেকে ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট