সাব্রুমের জেএনএস ক্লাব সংলগ্ন এলাকা থেকে সকালে অস্ত্র-সহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে দুটি নাইন এমএম পিস্তল ও প্রচুর তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, রবিবার সকালে সাব্রুমের জেএনএস ক্লাব সংলগ্ন এলাকায় টিআর ০১ এক্স ০৪৭০ নম্বরের একটি মারুতি গাড়ি দাঁড়িয়েছিল। দীর্ঘক্ষণ এলাকায় মারুতি গাড়িটি দাঁড়িয়ে থাকতে দেখে সাধারণ মানুষের সন্দেহ হয়।
তখন এলাকার জনগণ পুলিশকে খবর দেন। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মারুতি গাড়িটিতে তল্লাশি চালায়। পুলিশ জানিয়েছে, মারুতি গাড়ি থেকে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দুটি নাইন এমএম পিস্তল ও প্রচুর তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে পুলিশ ধৃত যুবকদের জিজ্ঞাসাবাদ করছে। জানা গেছে, ধৃতরা সকলেই বহিরাগত। পুলিশ তাদের বিষয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে চায়নি। তবে তারা কী উদ্দেশে রাজ্যে এসেছে সে বিষয়ে তাদের ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে যাচ্ছে বলে জানা গেছে।
Auto Amazon Links: No products found.