রাজারহাট পঞ্চায়েত সমিতির বোর্ডগঠন করল তৃণমুল


মঙ্গলবার,২৫/০৯/২০১৮
1006

সাদ্দাম হোসেন মিদ্দে---

রাজারহাট: সারা রাজ্যে নানা গন্ডগোলের মধ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হলেও ব্যাতিক্রম রাজারহাটে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছিল নির্বাচন পক্রিয়া।ফল ঘোষনার পরও শান্তি বজায় ছিল এলাকায়।এদিন বোর্ড গঠণের দিনেও শান্তিপূর্ণভাবে নির্বেঘ্নে সম্পর্ণ হল বোর্ড গঠণের কাজ।নতুন বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন প্রবীর কর।

নতুন বোর্ডের সভাপতি বলেন,রাজারহাট হল সম্প্রতির ভুমি।আগামি দিনে যাতে সাম্পদায়িক বিজেপি এই সম্প্রতি ভাঙতে নাপারে তার জন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে।তিনি বলেন,মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প গুলি যাতে সাধারণ মানুষের দোড়গোড়ায় পৌঁছায় তার উপরে জোর দেওয়া হবে।পরিকাঠামো উন্নয়নসহ সার্বিক উন্নয়নের উপর কাজ হবে।উন্নয়ন দিয়ে রাজারহাটকে সাজানো হবে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট