বনধের বিরুদ্ধে পথে সুজিত, আবেদন জনজীবন স্বাভাবিক রাখার


মঙ্গলবার,২৫/০৯/২০১৮
688

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: বিজেপির ডাকা বুধবারের বাংলা বনধের বিরুদ্ধে জোরদার প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের সর্বত্রই মিটিং-মিছিল সংগঠিত করছেন তৃণমূলের নেতা-কর্মীরা। সাধারণ মানুষের কাছে আবেদন রাখছেন জনজীবন স্বাভাবিক রাখার। মঙ্গলবার সকালেও রাজ্যর সর্বত্রই তৃণমূলের নেতা-নেত্রীরা পথে নেমে বনধের বিরুদ্ধে প্রচার করলেন। সুজিত বসুর নেতৃত্বে বিশাল মিছির সংগঠিত হহয় লেকটাউন এলাকায়। তৃণমূলের এই যুব নেতা বলেন, আমি বিজেপির ডাকা বনধ বিরোধিতায় রাস্তায় নেমেছি। মানুষকে কাজে অয়শগ্রহন করতে বলেছি।

সুজিত বসু এলাকার সমস্ত ব্যাবসায়ীদের কে দোকানপাট খোলা রাখার আবেদন জানান মিছিল করে। এ দিনের মিছিলে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করে এবং সাধারণ মানুষ এবং দোকানদার বাস চালকদের কাছে আবেদন জানান তারা যেন কাল রাস্তায় নামে। লেকটাউ থেকে মিছিল শুরু হয়। লেকটাউনের বিভিন্ন জায়গায় এই মিছিল সুজিত বসুর নেতৃত্বে ঘোরে।

https://youtu.be/SMaR6aT1vwQ

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট