কলকাতা: বিজেপির ডাকা ১২ ঘন্টার বাংলা বনধ ঘিরে চরম উওজনা ছড়াই শ্যামবাজার এলাকায়। বনধের সমর্থনে মিছিল বের করে বিজেপি। পাল্টা বনধ বিরোধীতায় পথে নামে তৃণমূলও। দু’পক্ষের দাপাদাপিতে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। তবে কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করে বিশাল পুলিশ বাহিনী।
ইসলামপুর ইস্যুতে ১২ ঘন্টার বাংলা বনধ সফল করতে সকাল থেকেই পথে নেমেছে বিজেপির কর্মীসমর্থকররা। যানবাহন স্বাভাবিক চলাচল করলেও শ্যামবাজারে বনধের সমর্থনে সক্রিয়তা দেখায় গেরুয়া শিবির। রাজ্য সরকার জোর করে বনধ রুখতে চাইছে বলে অভিয়োগ করেন বিজেপির নেতারা।
শ্যামবাজারে বনধ ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি
বুধবার,২৬/০৯/২০১৮
580
বাংলা এক্সপ্রেস---