ঝাড়গ্রাম:- ইসলামপুরে ছাত্র মৃত্যুর প্রতিবাদে বিজেপির ডাকা বন্ধকে সমর্থণ করে পোস্টার পড়ল জঙ্গলমহলে । একেই বন্ধকে ঘিরে জঙ্গলমহলে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে । তার মাঝেই এই পোস্টার ঘিরে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে ।ঝাড়গ্রাম জেলার লালগড়ের কাঞ্চনডাঙ্গাতে এলাকাবাসীরা বন্ধ সমর্থিত মাও নামাঙ্কিত পোষ্টার গুলি দেখে পায়।গ্রামবাসীরা পুলিশকে খবর দিলে পুলিশ ওই মাও নামাঙ্কিত পোষ্টার গুলি উদ্ধার করে ।এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
Auto Amazon Links: No products found.