প্রতিবেশির সাথে বিবাদের জেরে মাথায় শাবলের আঘাত


বুধবার,২৬/০৯/২০১৮
504

বাংলা এক্সপ্রেস---

 হুগলী: প্রতিবেশির সাথে বিবাদের জেরে মাথায় শাবলের আঘাত,গুরুতর আহত যুবককে পিজিতে ভর্তি করা হয়েছে। গতকাল বিকালে আলমারি কিনে ট্রলি ভ্যানে করে বাড়িতে ঢোকাচ্ছিলেন অমর রায়।সে সময় রাস্তা আটকে যায়।অপ্রশস্ত রাস্তা দিয়ে মোষ নিয়ে যেতে গিয়ে আটকে পরে প্রতিবেশি সুমন যাদব।বচসা শুরু হয় দুজনের মধ্যে।বচসা থেকে মারামারি বেঁধে যায়।মারামারিতে যোগ দেয় দুই রায় ও যাদব দুই পরিবার। হঠাৎ একটি শাবল দিয়ে অমরের মাথায় আঘাত করে সুমন। শাবলের ঘায়ে মাথা ফেটে যায় অমর রায়ের।

তাকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে এস এস কে এম হাসপাতালে পাঠানো হয়।আশঙ্কা জনক অবস্থায় সেখানেই চিকিৎসা চলছে তার।এই ঘটনার পর অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায় আহতের বাড়ির লোকজন।অভিযুক্তকে গ্রেফতার করেছে ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ।

https://youtu.be/4B9PtY4DGuM

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট