কোন্নগর তারাশঙ্কর সরণীতে বন্ধ ঘর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার


বুধবার,২৬/০৯/২০১৮
465

বাংলা এক্সপ্রেস---

হুগলী : কোন্নগর তারাশঙ্কর সরণীতে বন্ধ ঘর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। মৃত প্রণব চক্রবর্তী(৪৫)কে গত তিন চার দিন দেখা যায়নি এলাকায়। আজ প্রতিবেশিরা তার ঘর থেকে দূর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়।উত্তরপাড়া থানার পুলিশ এসে দরজা খুলে প্রণব চক্রবর্তীকে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলতে দেখে।কনক বাবু গত মে মাসে স্থানীয় শকুন্তলা মন্দিরে বিয়ে করেছিলেন জ্যোৎস্না (রায়) চক্রবর্তীকে।

বিয়ের কিছুদিন পর থেকেই প্রণব চক্রবর্তী মানসিক অবসাদে ভুগছিলেন আত্মীয় সজনের থেকে জানা যায় যেই মেয়েটিকে বিয়ে করেছে তার আগেও একটি বিয়ে হয়েছিলো একটি সন্তান আছে,প্রণব বাবু জানতে পাড়ায় অশান্তি শুরু হয়।গত 4 দিন আগে জোস্না ঘরের সোনা গয়না ও বেশ কিছু জিনিস নিয়ে আগের স্বামীর কাছে ফিরে যাই।সেই কারণে আত্মঘাতী হয়েছেন না খুন করে গলায় ঝুলিয়ে চলে যায় বলে প্রাথমিক অনুমান এলাকার মানুষের।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট