পান্ডুয়ার মুজিবর রহমান হাইস্কুলে বোমা মারার অভিযোগ


বুধবার,২৬/০৯/২০১৮
757

সুমন করাতি---

হুগলী : পান্ডুয়ার মুজিবর রহমান হাইস্কুলে বোমা মারার অভিযোগ। বনধ উপেক্ষা করে স্কুল চলছিল,বেলা সারে বারোটা নাগাদ হঠাৎ স্কুলের কম্পিউটার রুমের পাশে প্রচন্ড শব্দ হয় এবং ধোঁয়ায় ভরে যায়।ছুটে আসেন স্কুলের শিক্ষকরা।বোমা পরেছে খবর চাউর হতেই ছাত্র-ছাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছরিয়ে পরে।ঘটনার তদন্তে আসে পান্ডুয়া থানার পুলিশ।বড় কোনো বোমা না চকলেট বোমা জাতীয় কিছু স্কুলের পাঁচিলের বাইরে থেকে মারা হয়েছে বলে অনুমান পুলিশের।কে বোমা মারল তা জানা যায় নি।তবে গতকাল বিজেপি পান্ডুয়া মন্ডলের পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে স্কুল বন্ধ রাখতে বলা হয়।সেই অনুরোধ শোনেনি স্কুল।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট