বিজেপির ডাকা বন্ধের দিন সকালে পুলিশের ছোড়া টিয়ার গ্যাসের সেলে আহত হয় এক স্কুল ছাত্র


বুধবার,২৬/০৯/২০১৮
457

বাংলা এক্সপ্রেস---
বহরমপুরঃ- বিজেপির ডাকা বন্ধের দিন সকালে পুলিশের ছোড়া টিয়ার গ্যাসের সেলে আহত হয় এক স্কুল ছাত্র।এদিন সকালে বিজেপির বনধ সমর্থকরা বহরমপুর থানার সাটুই বাজার এলাকায় মিছিল করে আসছিল।পাশাপাশি দোকান পাট বন্ধ রেখেছিল। মিছিল চলাকালীন পুলিশের সাথে বচসা বাধে বনধ সমর্থকদের। পুলিশের সাথে ধস্তাধস্তিও হয় বিজেপির বনধ সমর্থকদের। এরপর পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে।বনধ সমর্থকদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের সেল ও ফাটায় পুলিশ বলে জানা গিয়েছে। আর সেই টিয়ার গ্যাসের সেল ফেটেই আহত হয়েছে এক স্কুল ছাত্র।স্কুল ছাত্রের নাম রাকেশ নন্দী(১২)। সে অষ্টম শ্রেনীর ছাত্র বলে জানা গিয়েছে। তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় ব্যপক উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট