আজ হাওড়া আমতায় বন্ধ করল তৃণমূল


বৃহস্পতিবার,২৭/০৯/২০১৮
738

আক্তারুল খাঁন---

হাওড়া: হাওড়া জেলার গ্ৰামীণ এলাকার আমতায় বন্ধ করল তৃণমূল। হ্যাঁ ঠিকই পড়েছেন আমতা থেকে সমস্ত রুটের বেসরকারি বাস বন্ধ করল তৃণমূল সমর্থকরা।গত ২৬ শে সেপ্টেম্বর বিজেপির ডাকা বন্ধে প্রভাব পড়েছিল গ্ৰামীণ এলাকায়,সে খবর আমরা করেছিলাম।গত কাল বন্ধের কারনে আমতা রুটের সমস্ত বাস মালিকেরা বাস চলাচল বন্ধ রাখে। অভিযোগ গত কাল কিছু তৃণমূল সমর্থকেরা আমতা বাস ষ্ট্যান্ডে একটি নোটিশ ঝুলি গোটা বাস ষ্ট্যান্ডটিতে তৃণমূলের পতকা টাঙ্গিয়ে দড়ি দিয়ে ঘিরে দেয়। নোটিশে লেখা আছে ২৬ শে সেপ্টেম্বর ইচ্ছাকৃত ভাবে রুটে বাস না চালানোর প্রতিবাদে এই সমস্ত রুটে আগামী এক সপ্তাহ বাস বন্ধ থাকিবে। অভিযোগ আজ সকালে বাস ষ্ট্যান্ডে বাসের চালক বাস নিয়ে এলে তাদের কে বাস চালাতে দেয়নি তৃণমূল সমর্থকরা। শুধুমাত্র সরকারি বাস চলাচল করছে। বেলা বাড়ার সাথে সাথে বেশ কিছু জায়গায় রাস্তা বন্ধ করে দেয় নিত্র যাত্রীরা। তাদের অভিযোগ বাস না চললে কোনো গাড়ি চলতে দেব না। এলাকায় চরম উত্তেজনা ছড়াতে দেখা যায়।

ঘটনাস্থলে আমতা থানার পুলিশ এসে নিয়ন্ত্রণে আনে। বাস মালিক সংগঠন সূত্রে খবর গত কাল বন্ধের কারণে আমরা রুটে বাস চালাইনি। আজ সকালে বাসস্ট্যান্ডে আমাদের চালকরা গাড়ি নিয়ে গেলে দেখে।গোটা বাসস্ট্যান্ডে তৃণমূলের পতকা টাঙ্গিয়ে দড়ি দিয়ে ঘিরে রেখেছে গাড়ি চালাতে দেবে না বলে। আমাদের গাড়ি চালাতে না দিলে আমরাও গাড়ি চালাব না বলে জানিয়ে দেন বাস মালিক সংগঠনের পক্ষ থেকে। ফলে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ সবাইকে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। শেখ মুসিয়ার, রবিন মাঝি, অসীম ঘড়ুই দের মতো নৃত্য যাত্রীরা জানান “নুন আনতে পান্তা ফুরোয় গতকাল বন্ধের জন্য আমরা কাজে যেতে পারিনি। আজ আবার সকাল বেলা স্টান্ডে এসে দেখি বাস বন্ধ।দুই দিন কাজে না গেলে আমাদের সংসার চালাবো কি করে। নোটিশ টাঙিয়ে রেখেছে দেখছি এক সপ্তা বাস বন্ধ থাকবে। তাহলে কি আমরা এক সপ্তা কাজে যেতে পারবো না। সব কিছুরই দায় কি আমাদের মত সাধারণ মানুষকেই নিতে হবে? এর উত্তর কে দেবে ?”

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট