কেশপুর ব্লক এ পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন হল শুভ্রা দে সেনগুপ্ত


বৃহস্পতিবার,২৭/০৯/২০১৮
546

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর:- ‌ আজ কেশপুর ব্লক এ পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন হল। গত পঞ্চায়েত নির্বাচনে কেশপুর ব্লক এর সমস্ত গ্রাম পঞ্চায়েত এবং সমস্ত পঞ্চায়েত সমিতির আসন ১৫ টি অঞ্চলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসকদল তৃণমূল জয় লাভ করে ‌।এর ফলে সুপ্রিম কোর্টে মামলা হওয়ার জন্য পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠন পিছিয়ে যায়। মাননীয় উচ্চ ন্যায়ালয় এর নির্দেশ পাওয়ার পর বোর্ড গঠনে আর বাধা থাকে না। আজ ১৫ টি অঞ্চলের ৪৫ জন পঞ্চায়েত সমিতির সদস্যদের নিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হয় ।৪৫ জন সদস্যের মধ্যে একজন ব্যাক্তি মৃত থাকায় মোট ৪৪ জন কে নিয়ে আজকে বোর্ড গঠন হয় এই ভোরে পঞ্চায়েত সমিতির সভাপতি রূপে পুনরায় শুভ্রা দে সেনগুপ্ত নির্বাচিত হন। সহ সভাপতি পদে পানমনি মুর্মু নির্বাচিত হন।

এখানে উল্লেখযোগ্য যে কেশপুর সবসময় একটি আলাদা ব্লক রূপে ব্যতিক্রম রাজ্যের মধ্যে। সেই কেশপুরে আজ সভাপতি ও সহ-সভাপতি দুজনেই মহিলা এবং ৪৪ জন সদস্যের মধ্যে ২৮ জন মহিলা ব্লক সভাপতি সঞ্জয় পানের নেতৃত্বে কেশপুর তৃণমূল তৃণমূল পার্টি অফিস থেকে একটি বিশাল বর্ণাঢ্য মিছিল করে নবনির্বাচিত সদস্য এবং সদস্যাগন ব্লক অফিসে আসেন ।ব্লক অফিসে বিডিও দীপক ঘোষ সমিতির সদস্যদের শপথ বাক্য পাঠ করান ‌।আজ এই উপলক্ষে কেশপুর বাসস্ট্যান্ডে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেস।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট